IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- "যজ্ঞ শেষ, মন্ডপ খালি" এই প্রবাদ বাক্যটি যে একেবারে সত্যি তা বারবার প্রমাণিত হচ্ছে। বিদ্যার দেবী সরস্বতী তাই অনেক ঘটা করে পড়ুয়ারা এই দেবীর পূজা করে থাকে সর্বত্রই। পুজোর আগ পর্যন্ত দেবীকে নিয়ে কত হইচই, শ্রদ্ধা ও প্রণাম দেখা যায় তাদের মধ্যে। কিন্তু পূজার পরদিনই দেবীর স্থান হয় রাস্তার পাশে। তারপর বৃষ্টি এবং রোদে দাপুটে দেবীর অঙ্গের ভূষণ খুলে যায়। তখন অবহেলা ও বিদ্রুপের পাত্র হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বাগদেবীকে। রাস্তার পাশে থাকা বিভিন্ন বাগদেবীর মূর্তিকে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতৃত্বরা ধর্মনগরে কাকরি নদীর জলে বিসর্জন করে। তাদের বক্তব্য ছাত্রছাত্রীরা অনেক ঘটা করে পূজার আয়োজন করলেও যথাযথভাবে বিদ্যার দেবী কে বিসর্জন করে না। তাই সকল ছাত্র-ছাত্রীদের এবং পুজো উদ্যোক্তাদের প্রতি তাদের আবেদন পুজোর পর এভাবে দেবীকে ফেলে না রেখে বিসর্জন করে দেওয়াই শ্রেয়। আজ শহরের প্রায় প্রতিটা অলিগলি থেকে বাগ দেবীর মূর্তি বিসর্জন করে দেওয়া হয়।
0 Comments