IIW : নিজস্ব প্রতিনিধি, পঙ্কজ বড়ুয়া, অসম :- প্রধানমন্ত্রীর সফরের আগেই গুয়াহাটিতে উদ্ধার করা হলো দুটি আইইডি বোমা। সূত্রের খবর গুয়াহাটির পানবাজার ও পল্টন বাজার থেকে উদ্ধার হয় বোমা দুটি। ঘটনায় গ্রেফতার হয়েছে ১ জন। জানা গিয়েছে, দুটি পৃথক জায়গায় প্লাস্টিকের মধ্যে ছিল আইইডি বোমাগুলি। বোমা দুটিতেই টাইমার লাগানো ছিল। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সফরের দিন অর্থাৎ শুক্রবার সকালে বোমা দুটি বিস্ফোরণ ঘটানোর কথা ছিল। তবে তার আগে বৃহস্পতিবারই উদ্ধার হয় বোমা দুটি।
0 Comments