বিশালগড় মুড়াবাড়ি এলাকার নেশা কারবারি দুলাল মিয়ার বাড়িতে NIA এর হানা।

IIW : বিশালগড় মুড়াবাড়ি এলাকার নেশা কারবারি দুলাল মিয়ার বাড়িতে NIA এর হানা। বৃহস্পতিবার গভীর রাতে ন্যাশনাল ইনভেস্টিগেশনস এজেন্সির সদস্যরা পাঁচটি গাড়িতে করে এসে হানা দেয় তার বাড়িতে। যদিও বাড়িতে ঢোকার পূর্বে তার বাড়িতে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ দেখে তৎক্ষণাৎ পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় দুলাল।

Post a Comment

0 Comments