IIW : সরকারি টাকার কী দারুণ অপচয়! খোয়াই শহরের সবচেয়ে ব্যস্ত রাস্তায় লক্ষ লক্ষ টাকা খরচ করে ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছিল যানজট কমানোর জন্য। কিন্তু সেই সিগন্যাল চলল মাত্র ৪-৫ দিন! গত সাত বছর ধরে সেগুলি অকেজো হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে হাসছে, আর প্রশ্ন তুলছে—"ডাল মে কুছ কালা হে?" খোয়াই শহরের ব্যস্ততম এলাকা নৃপেন চক্রবর্তী অ্যাভিনিউতে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে বসানো অত্যাধুনিক ট্রাফিক সিগন্যাল লাইটগুলি উদ্বোধনের মাত্র ৪-৫ দিন পরেই অকেজো হয়ে পড়ে। দীর্ঘ সাত বছর ধরে এই সিগন্যালগুলি নিছকই 'শোভা' বৃদ্ধি করছে, যা সরকারি অর্থের বিপুল অপচয় এবং প্রশাসনিক উদাসীনতার এক জ্বলন্ত নিদর্শন হয়ে দাঁড়িয়েছে। প্রায় সাত বছর আগে, শহরের যানজট নিয়ন্ত্রণে খোয়াই ট্রাফিক দপ্তরের উদ্যোগে এই সিগন্যাল লাইটগুলি বসানো হয়েছিল। কিন্তু চালুর কয়েক দিনের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে সেগুলি বন্ধ হয়ে যায় এবং আর কখনও চালু হয়নি। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ সঞ্চারিত হয়েছে। তাদের প্রশ্ন, "যদি ৪-৫ দিনের জন্যই চালানো হবে, তবে জনগণের লক্ষ লক্ষ টাকা খরচ করে এমন লোক দেখানো প্রকল্পের প্রয়োজন কী ছিল?"
অনেকেই এর পেছনে বড় ধরনের আর্থিক অনিয়মের আশঙ্কা প্রকাশ করছেন এবং ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি তুলেছেন। *উল্লেখ্য, এর আগেও সংবাদমাধ্যমে এই বিষয়টি প্রকাশিত হওয়ার পর ট্রাফিক দপ্তর তড়িঘড়ি করে লাইটগুলি খুলে নিয়ে গিয়েছিল, কিন্তু সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি।* যদিও এ নিয়ে কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই।
এই বিপুল পরিমাণ সরকারি অর্থ অপচয়ের জন্য দায় কার, এবং এই অকেজো সিগন্যালগুলির ভবিষ্যৎ কী, সেই উত্তরই এখন খুঁজছেন খোয়াইবাসী।
0 Comments