প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।

IIW : এবার আর গুজব নয়—চিরবিদায় ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ ও ধর্মনগর এর বিধায়ক বিশ্ববন্ধু সেনের প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজ্য। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী ও বিধায়কদের শোকবার্তায় ভরে উঠেছে টাইমলাইন। অতীতে একাধিকবার তাঁর মৃত্যুর গুজব ছড়ালেও প্রতিবারই তা মিথ্যে প্রমাণিত হয়েছিল। কিন্তু আজ আর সেই গুজব নয়—এই খবরই সত্যি।
বিশ্ববন্ধু সেনের চলে যাওয়ায় যেন ভেঙে পড়েছে রাজ্যের মানুষের মন। অনেকেই বলছেন, যদি এ খবরও আগের মতো গুজব হতো! কিন্তু সব মায়া-মমতা ত্যাগ করে তিনি চলে গেলেন না-ফেরার দেশে। তাঁর প্রয়াণে বিধানসভা ও রাজ্যজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Post a Comment

0 Comments