IIW : খোয়াইয়ে বড় সাফল্য পুলিশের, বাংলাদেশে পাচারের আগে ৮০০ টি শাড়ি সহ গ্রেপ্তার চালক।
খোয়াই জেলা পুলিশের তৎপরতায় ভেস্তে গেল এক বড় পাচারের ছক। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া প্রায় ৮০০টি শাড়ির একটি বিশাল চালান আটক করেছে পুলিশ। এই ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং শাড়ি সহ গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার। খোয়াইয়ের সুভাষপার্ক আউটপোস্টের ওসি, সাব-ইন্সপেক্টর (এসআই) রঞ্জিত সরকারের নেতৃত্বে পুলিশ একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। দুর্গনগর বাংলাদেশ সীমান্তের দিকে যাওয়ার পথে একটি সন্দেহভাজন গাড়িকে আটক করে তল্লাশি চালাতেই শাড়ির ১২টি বড় বান্ডিল উদ্ধার হয়, যাতে মোট ৮০০টি শাড়ি ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই শাড়িগুলি অবৈধভাবে বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ সঙ্গে সঙ্গে গাড়ির চালককে গ্রেপ্তার করে এবং গাড়ি সহ শাড়িগুলি বাজেয়াপ্ত করে। গ্রেপ্তারকৃত চালককে আদালতে পেশ করা হয়েছে। এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। সীমান্ত এলাকায় পুলিশের এই সাফল্য পাচারকারীদের বিরুদ্ধে একটি কড়া বার্তা দেবে বলে মনে করা হচ্ছে।
0 Comments