খুন, অপহরন মামলায় অভিযুক্ত তথা সাব-জেল থেকে পলাতক কুখ্যাত জঙ্গিকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

IIW : খুন, অপহরন মামলায় অভিযুক্ত তথা সাব-জেল থেকে পলাতক কুখ্যাত জঙ্গিকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃত পলাতক আসামীর নাম লালথাঙ্গা রিয়াং ওরফে ধামনফা। উত্তর জেলা পুলিশের জালে একের পর এক ধরা পড়ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন TUNF-এর সদস্যরা । গত বৃহস্পতিবার পানিসাগর মহকুমার অন্তরর্গত দামছড়ার দমদুম এলাকা থেকে এক TUNF জঙ্গি সংগঠনের সদস্যকে গ্রেপ্তারের পর ফের কয়েকদিনের মধ্যেই আবার বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলার পুলিশ প্রশাসন। এবার পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও এক সক্রিয় TUNF জঙ্গি সংগঠনের সদস্যকে । জানা যায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জম্পুই পাহাড়ের ভাংমুন থানার ওসি রিনপুইয়া ডারলং-এর নেতৃত্বে একটি পুলিশ দল মিজোরাম রাজ্যে অভিযান চালায় । সেই অভিযানে লালথাঙ্গা রিয়াং নামে এক TUNF এর জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। ধৃত জঙ্গি উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তরর্গত আনন্দবাজার থানাধীন ভান্ডারিমা এলাকার বাসিন্দা,হরিমনোহন রিয়াং-এর পুত্র বলে পুলিশ সূত্রে জানা গেছে। সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন TUNF-এর একজন সক্রিয় সদস্য। পুলিশ জানায়, ভাংমুন থানা মামলা নং ২০২৫VGM০০৭ অনুযায়ী ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২)(এ), ১৪৮, ৩১০(৪) ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক পদার্থ আইন-এর ৪ ও ৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বুধবার রাতেই ধৃত জঙ্গিকে ভাংমুন থানা থেকে কাঞ্চনপুর থানায় স্থানান্তর করা হয়। এবং বৃহস্পতিবার তাকে কাঞ্চনপুর মহকুমা আদালতে সোপর্দ করা হয়।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের এই সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Post a Comment

0 Comments