খোয়াইয়ে পিতৃত্বের কলঙ্ক, এক বছরের শিশুকন্যাকে বিষ দিয়ে খুনের অভিযোগ TSR জওয়ানের বিরুদ্ধে।

IIW : খোয়াইয়ে পিতৃত্বের কলঙ্ক, এক বছরের শিশুকন্যাকে বিষ দিয়ে খুনের অভিযোগ TSR জওয়ানের বিরুদ্ধে।

সভ্য সমাজকে স্তম্ভিত করে দেওয়ার মতো এক নারকীয় ঘটনার সাক্ষী থাকল খোয়াই। যে পিতা পরম আশ্রয়, সেই পিতার হাতেই নির্মমভাবে প্রাণ হারাল এক বছরের এক শিশুকন্যা। অভিযোগ, ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এর দশম ব্যাটেলিয়নে কর্মরত জওয়ান রথীন্দ্র দেববর্মা তার নিজের এক বছরের কন্যাসন্তানকে বিষ খাইয়ে হত্যা করেছে। এই অকল্পনীয় ঘটনাটি ঘটেছে খোয়াইয়ের তুলাশিখর এলাকায়।
মৃত শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে এই নৃশংস ঘটনা সামনে আসতেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে আসে। স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামী রথীন্দ্র দেববর্মাই এই পাশবিক কাণ্ড ঘটিয়েছে। কী কারণে বা কোন একজন পিতা তার দুধের শিশুকে হত্যা করতে পারে, তা ভেবে শিউরে উঠছেন এলাকাবাসী থেকে শুরু করে পুলিশ প্রশাসনও।
খবর পেয়েই তুলাশিখর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তারা শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ অভিযুক্ত পিতা রথীন্দ্র দেববর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পিছনে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং অভিযুক্তের জবানবন্দির পরেই মৃত্যুর আসল রহস্য উন্মোচিত হবে।

Post a Comment

0 Comments