টমটম ও বাইক এর সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু শিক্ষিকার, শোকের ছায়া শিক্ষকমহলে।

IIW : টমটম ও বাইক এর সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু শিক্ষিকার, শোকের ছায়া শিক্ষকমহলে।

খোয়াই থানাধীন ধলাবিল এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক প্রাথমিক স্কুল শিক্ষিকার। নিহত শিক্ষিকার নাম আরতী দাস। টমটমে করে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগতির বাইকের ধাক্কায় তাঁর গাড়িটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফিরছিলেন মহাদেবটিলা এলাকার বাসিন্দা আরতী দাস। ধলাবিল এলাকায় পৌঁছলে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের টমটমটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে টমটমটি রাস্তার উপর উল্টে যায় এবং আরতী দেবী ছিটকে পড়েন।

ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

একজন শিক্ষিকার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মুহূর্তের মধ্যে এই দুঃসংবাদ ছড়িয়ে পড়লে পরিবার-পরিজন ও সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment

0 Comments