IIW : আশারামবাড়ি কাণ্ড : ধৃতদের মুক্তির দাবিতে থানা ঘেরাও এবং বিক্ষোভ প্রদর্শন মথার, জোট-দ্বন্দ্ব চরমে। আশারামবাড়িতে বিজেপির 'মন কি বাত' অনুষ্ঠানে হামলার ঘটনায় ধৃতদের মুক্তির দাবিতে এবার সরাসরি পথে নামল তিপ্রা মথা। মঙ্গলবার চাম্পাহাওর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় শত শত মথা কর্মী-সমর্থক। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক জোটের শরিকি দ্বন্দ্ব এক নতুন এবং সংঘাতময় পর্যায়ে পৌঁছাল। রবিবারের হামলার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করার পরেই এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। মথা কর্মীদের অভিযোগ, তাদের দলের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বিক্ষোভকারীরা শরিক দল বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে স্লোগান তোলে এবং অবিলম্বে ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানায়।
0 Comments