IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- কৈলাসহরের জামতৈলবাড়ি এ ডি সি ভিলেজের ছাগলডেমা এলাকার বাসিন্দা শর্মিন দেববর্মাকে গতকাল রাতে একদল দুস্কৃতিকারীরা ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে দিয়ে মাটিতে ফেলে চলে যায়। ঘটনাটি ঘটে কৈলাসহর মনুভ্যালি গ্রাম পঞ্চায়েত এলাকায়। শর্মিন দেববর্মা কুমারঘাট পি ডব্লিউ ডি অফিসে চাকরি করে। শর্মিন তার পরিবার নিয়ে কৈলাসহরের শহর এলাকায় পাইতুরবাজারে ভাড়া বাড়িতে থাকে। কৈলাসহর থেকে ছাগলডেমা এলাকা প্রায় কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত। গতকাল শর্মিন দেববর্মা কুমারঘাট সারাদিন অফিস করে গ্রামের বাড়িতে অর্থাৎ ছাগলডেমার বাড়িতে সন্ধ্যায় যায়। রাত এগারোটার পর গ্রামের বাড়ি থেকে বাইক চালিয়ে শর্মিন একা শহরের বাড়িতে আসছিল। মনুভ্যালি এলাকার ব্রিজের কাছে আসা মাত্রই তিনজন দুষ্কৃতিকারী শর্মিনের বাইক দাঁড় করিয়ে শর্মিনের মুখে দা দিয়ে দুটি কোপ দেয় ও বাঁ পায়ে আরও একটি কোপ দিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। শর্মিন সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় পথ চলতি মানুষ এই অবস্থা দেখে কৈলাসহর থানায় খবর দেয়, এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্মিনকে উদ্ধার করে। কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন শর্মিনের অবস্থা আশঙ্কাজনক। চব্বিশ ঘন্টা না গেলে কিছুই বলা যাবে না। তাছাড়া শর্মিনের মুখে বারটি সেলাই এবং বাঁ পায়ে দুটি সেলাই লেগেছে। কি কারনে এই ঘটনা হয়েছে সে সম্পর্কে শর্মিনের স্ত্রী এবং গ্রামবাসী কেউ কিছু বলতে পারছে না। এই ঘটনার জেরে এলাকায় দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে।
0 Comments