IIW : নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- বুধবার রাতে রাজধানীর দশমীঘাট এলাকায় বিশিষ্ট সাংবাদিক সৌরজিৎ পালের উপর অতর্কিত প্রাণঘাতী হামলা চালায় বাপ্পা নন্দী নামে এক সমাজদ্রোহীর নেতৃত্বে এক দল দুষ্কৃতি। দুষ্কৃতিদের হামলায় গুরুতর ভাবে আহত হন সৌরজিৎ পাল। বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য সৌরজিৎ পালকে ILS হাসপাতালে পর্যন্ত যেতে হয়। এই ঘটনার পর নড়েচড়ে বসে আগরতলা প্রেসক্লাব, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। নিন্দা জানানো হয় এই ঘটনার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের সাথে সাক্ষাতে মিলিত হয় আগরতলা প্রেসক্লাব ও ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের এক প্রতিনিধিদল। আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রনব সরকারের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের সাথে কথা বলেন। ওনার হাতে তুলে দেওয়া হয় স্মারক লিপি। দাবি জানানো হয় অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের। আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রনব সরকার জানান রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক পশ্চিম জেলার পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য। এবং সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য। তিনি আরও জানান অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।এইদিকে আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রনব সরকার ঘটনার বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে কথা বলেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঘটনার বিষয়ে অবগত হওয়ার পর দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কথা বলেন সৌরজিৎ পালের সাথে। ওনার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এবং সৌরজিৎ পালের দ্রুত আরোগ্য কামনা করেন।
0 Comments