ধর্মনগর শহরের বুকে প্রথম বার শুধুমাত্র দাবা চর্চার জন্য চালু হচ্ছে "চেস লেসন একাডেমী"।

IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- দাবা'র প্রসারে এবার ধর্মনগর। ধর্মনগর শহরের বুকে প্রথম বার শুধুমাত্র দাবা চর্চার জন্য চালু হচ্ছে "চেস লেসন একাডেমী"। যেখানে সকল স্তরের দাবা খেলোয়াড়দের দাবার প্রশিক্ষণ দেওয়া হবে। মঙ্গলবার  চেস লেসন একাডেমীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন বিশ্ব চেস ফেডারেশনের ইন্টারন্যাশনাল আরবিটর প্রদীপ কুমার রায়, সদর চেস এ্যাসোসিয়েশনের সম্পাদক প্রশান্ত কুণ্ডু ও সহ সম্পাদক দীপক সাহা। দাবা'র প্রসারে ধর্মনগরে এই চেস লেসন একাডেমীর কর্ণধার পঙ্কজ দেবনাথকে সম্পূর্ণ রুপে সহযোগিতা করবেন বলে জানান উপস্থিত সকলে।

Post a Comment

0 Comments