IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ছেলে ধরা সন্দেহে বহি রাজ্য থেকে আসা ২ ব্যক্তিকে আটক করে ধর্মনগর থানার হাতে তুলে দিল এলাকাবাসী। এই ঘটনায় গোটা এলাকা চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা ধর্মনগর ঢুপিরবন্ধ লালছড়া পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায়। মঙ্গলবার সকালে লালছড়া পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় দুই ব্যক্তি পীরের বেশে এলাকায় ঘোরাঘুরি করছিল। এই ছদ্দবেশী পীরেরা সংশ্লিষ্ট এলাকার একটি শিশুকে চকলেটের লোভ দেখায়। পরবর্তীতে শিশুটি বাড়িতে গিয়ে এই ঘটনা জানাতেই এলাকাবাসীর সহযোগে ঐ দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের সাথে কথা বলে এলাকাবাসীদের সন্দেহ আরো তীব্র হয়। খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছদ্দবেশী দুই ব্যক্তির সাথে কথা বললে, তাদের কথার মধ্যে বেশ অসংলগ্নতা লক্ষ্য করা যায়। সঙ্গে সঙ্গে পুলিশ তাদের আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
0 Comments