উচ্চশিক্ষিতা সঙ্গীতে বিশারদ কদমতলার মানসিক ভারসাম্যহীন মহিলা সন্দীপ্তা দাসের ভাতা চালু হচ্ছে।

IIW : নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি :- নিয়তির নিষ্ঠুর পরিহাসে উচ্চশিক্ষিতা সঙ্গীতে বিশারদ কদমতলার মানসিক ভারসাম্যহীন মহিলা সন্দীপ্তা দাসের ভাতা চালু হচ্ছে। নেট দুনিয়ায় সন্দীপ্তার গান ও সংবাদ প্রকাশ হওয়ার পর অনেকেই দাবি তুলেছিলেন একটু সরকারি সাহায্যের। ইন্টারনেটের দৌলতে কয়েক লক্ষ মানুষ এই মহিলার গান শুনেছেন। কদমতলা সিডিপিও দপ্তরে সন্দীপ্তার ভাতা চালু হওয়ার বিষয়ে একটি চিঠি আসে। সেই মোতাবেক দপ্তর থেকে সন্দীপ্তা দাসের বাড়ি গিয়ে খোঁজখবর নেওয়া হয়। সন্দীপ্তা দাসের জীবন কাহিনী ও পরিবারের হাল আগেই তুলে ধরা হয়েছিল। তার এক বোন, সেও মানসিক ভারসাম্যহীন - বড় দাদা ও অসুস্থ। শুধুমাত্র বৌদি তাদের পরিবারের সম্ভল, তিনি সমস্ত পরিবার চালাচ্ছেন। ভাতা চালু হওয়ার বিষয়টি নিয়ে এগিয়ে এসেছেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব ও কদমতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিক্রম নাথ। সন্দীপ্তার অনেক কাগজপত্র হারিয়ে গেছে তার আধার কার্ড নেই। এমত অবস্থায় তার বৌদি সহ বাকিরা কাগজপত্র জোগাড় করে দিলে হয়ে যেতে পারে সন্দীপ্তার ভাতা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

Post a Comment

0 Comments