আমবাসা থানাধীন TRTC পাড়া থেকে নিখোঁজ এক নাবালিকা।

IIW : নিজস্ব প্রতিনিধি, পিংকু বিশ্বাস, আমবাসা :- এক নাবালিকা মেয়ে নিখোঁজ। ঘটনা আমবাসা থানাধীন TRTC পাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় আমবাসা TRTC পাড়ার মানিক দেবনাথ এর মেয়ে অমৃকা দেবনাথ রবিবার প্রাইভেট টিউশনের কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়, তারপর আর বাড়ি ফিরেনি অমৃকা। বহু খোঁজাখুঁজির পরও এই নাবালিকা মেয়েটির কোন খোঁজ খবর পায়নি পরিবারের লোকজন। শেষমেশ সোমবার আমবাসা থানার দ্বারস্থ হয় তার পরিবার। ‌একটি মিসিং ডায়েরি করা হয় আমবাসা থানায়। এদিকে এক সাক্ষাৎকারে অমৃকার বাবা মানিক দেবনাথ বলেন দীর্ঘদিন ধরে তার মেয়েকে একই এলাকার রাহুল শর্মা নামে একটি ছেলে বিরক্ত করছিল। সেই ছেলেটিকে সন্দেহ করছে মেয়েটির পরিবার। আগেও বহুবার এই ছেলেটাকে নিয়ে ঝামেলা হয়েছে বলে জানান নাবালিকা মেয়ের বাবা।

Post a Comment

0 Comments