পারিবারিক বিবাদের জেরে স্ত্রীর হাতে খুন হলেন স্বামী।

IIW : নিজস্ব প্রতিনিধি, বিশ্বেশ্বর মজুমদার, আগরতলা :- পারিবারিক বিবাদের জেরে স্ত্রীর হাতে খুন হলেন স্বামী। নিহত স্বামীর নাম রবি ত্রিপুরা। খুনের সাথে জড়িত রয়েছে রবি ত্রিপুরার স্ত্রী, মায়া দেবনাথ(ত্রিপুরা)। আসামিকে কে আটক করল বিলোনিয়া থানার পুলিশ। ঘটনা গতকাল রাত 10:30 নাগাদ বিলোনিয়া ঋষ্যমুখ ব্লকের অধীন নতুন পাড়াতে। ঘটনার সাথে জড়িত রবি ত্রিপুরা স্ত্রী সংবাদ প্রতিনিধির সামনে স্বীকারোক্তি দেন রবি ত্রিপুরা সব সময় মদমত্ত অবস্থায় দৈহিক নির্যাতন করত তাকে। সংসারে খরচ চালাত না ঠিকমতো। ছেলে মেয়েদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ সহ দৈহিক নির্যাতন করতো। দৈহিক নির্যাতন সহ্য করতে না পেরে ওই এলাকার দুইজনকে নিয়ে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে তার নিজ স্বামীকে। সোমবার সকাল বেলা এই ঘটনা ছড়িয়ে পড়তেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবি ত্রিপুরার মৃতদেহ উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় এবং রবি ত্রিপুরার স্ত্রী মায়া দেবনাথ(ত্রিপুরা) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায় এই ঘটনার সাথে জড়িত আরও দুইজন গা ঢাকা দিয়েছে। এই দুজনকে আটক করবার জন্য পুলিশ তল্লাশি অভিযান জারি রেখেছে। 

Post a Comment

0 Comments