গোপন খবরের ভিত্তিতে শান্তির বাজারে এক মুদি দোকানে তল্লাসি চালালো খাদ্যদপ্তর।


IIW : নিজস্ব প্রতিনিধি, বিশ্বেশ্বর মজুমদার, আগরতলা :- সোমবার দুপুর ১২ ঘটিকায় দক্ষিন ত্রিপুরার শান্তির বাজার থানায় খবর আসে শান্তির বাজার শহরের একটি মুদি দোকানে রেশনের চিনি বিক্রি হচ্ছে। পরবর্তীসময় শান্তির বাজার খাদ্য দপ্তরকে খবর দেওয়াহয়। ঘটনার খবর পেয়ে শান্তির বাজার খাদ্য দপ্তরের ইনেসপেক্টর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা যাচাই করার জন্য দোকান থেকে চিনির কিছু অংশ নিয়ে যায় পরিক্ষা করার জন্য। অপরদিকে এই অভিযোগের ভিত্তিতে খবর সংগ্রহ করতে গেলে শান্তির বাজার থানার এস আই কমলেন্দু ধর দোকানদারের হয়ে সংবাদমাধ্যমকে সংবাদ সংগ্রহে বাধা দেয়। উনি সংবাদমাধ্যমের কেমেরার মধ্যে হাত দিয়ে সংবাদ সংগ্রহে বাধা দেন। বিগত দিনেও কমলেন্দু ধর প্রতিনিয়ত সংবাদ মাধ্যমকে কর্মীদের সংবাদ সংগ্রহ করতে গেলে বাধা দেন। এখন দেখার বিষয় এই ঘটনার সুস্থ তদন্তে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।

Post a Comment

0 Comments