IIW : নিজস্ব প্রতিনিধি, বিশ্বেশ্বর মজুমদার, আগরতলা :- বাম আমলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙ্গে পরেছিল বললেই চলে। অভিভাবকরা সরকারি বিদ্যালয়ের প্রতি মুখ ফিরিয়ে নিতে শুরু করেছিলেন। কিন্তু রাজ্যে নয়া সরকার প্রতিষ্ঠার পর শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা চলছে। জোর দেওয়া হয়েছে গুণগত শিক্ষার উপর। একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন দিশা নামে নতুন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। অভিভাবকরা যেন ধারাবাহিক ভাবে তাদের সন্তানের পড়ালেখার বিষয়ে অবগত থাকতে পারেন তার জন্য শিক্ষক অভিভাবক আলোচনার উদ্যোগ গ্রহণ করা হয়। রবিবার সমগ্র রাজ্যের বিভিন্ন বিদ্যালয় গুলিতে অনুষ্ঠিত হয় শিক্ষক অভিভাবক আলোচনা সভা। রাজধানীর উমাকান্ত একাডেমী, শিশু বিহার বিদ্যালয় ও নতুন নগর উচ্চতর বালিকা বিদ্যালয়েও এই শিক্ষক অভিভাবক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এইদিন অভিভাবকরা বিদ্যালয়ে উপস্থিত থেকে নিজের সন্তানের পড়ালেখার বিষয়ে অবগত হন। বিধায়করাও এই দিন নিজ বিধানসভা এলাকার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলেন। বিধায়ক দিলিপ দাস এই দিন নতুন নগর উচ্চতর বালিকা বিদ্যালয়ে উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলেন। বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা গুলি সম্পর্কে অবগত হন। পরে তিনি সংবাদ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকারে জানান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে অভিভাবকদের কোন অভিযোগ নেই। তবে বিদ্যালয়ে বেঞ্চের সমস্যা রয়েছে। এই বিষয়ে শিক্ষা দপ্তরের মন্ত্রীর সাথে ওনার কথা হয়েছে বলেও জানান। বেশকিছু বেঞ্চ ক্রয়ের কাজ চলছে। তাছারা বহু বিদ্যালয়ে শিক্ষকের সমস্যা রয়েছে। সেই দিকটিও রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর গুরুত্ব সহকারে দেখছে বলে জানান তিনি।
0 Comments