রক্ত স্বল্পতা মেটাতে এগিয়ে এলো সুদর্শন ফাউন্ডেশন।


IIW : নিজস্ব প্রতিনিধি, পিংকু বিশ্বাস, আমবাসা :- গোটা রাজ্যে বর্তমান সময়ে রক্তের স্বল্পতায় ভুগছে, সেই সাথে ধলাই জেলা হাসপাতালেও রক্ত সংকট দেখা দিয়েছে। এদিকে আজ কুলাই এর অঙ্গনওয়াড়ী প্রশিক্ষণ কেন্দ্রে সূদর্শন ফাউন্ডেশনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অতিথিগণ দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের মেডিকেল সুপার হীমাদ্রী দাড়িং, ডিডিআরসির মেম্বার সেক্রেটারি ড:সঞ্জয় বিশ্বাস, মহকুমা শাসক জেভি দোয়াতী, টিএসআর তৃতীয় ব্যাটালিয়ানের কমন্ডেন্ট অরুণ কুমার, ফাউন্ডসনের কর্ণধার সুজিত শর্মা, কুলাই গ্রাম পঞ্চায়েতর প্রধান অনিমা দাশ প্রমুখ। অনুষ্ঠানের উদ্ভোধন করে পঞ্চায়েত সমিতির ভাইস চ্যায়ারমেন অরুণ দেব। এদিনের অনুষ্ঠানে মোট ২৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

Post a Comment

0 Comments