IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- রাজ্যের সবথেকে আলোচিত ও বিতর্কিত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত আবারো সংবাদের শিরোনামে। রাজ্যের একমাত্র পঞ্চায়েত হচ্ছে শ্রীনাথপুর পঞ্চায়েত যেখানে কংগ্রেস ও সিপিআইএম নির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যরা মিলিতভাবে পঞ্চায়েত পরিচালনা করছে। শাসক দল বিজেপি এই পঞ্চায়েতে বিরোধী আসনে ছিল। শ্রীনাথপুর পঞ্চায়েতের প্রধান সিপিআইএম দলের নির্বাচিত সদস্য অপরদিকে উপপ্রধান ছিল কংগ্রেস দলের নির্বাচিত সদস্য। পঞ্চায়েত গঠনের পর থেকে প্রধান এবং উপপ্রধান এর বিরুদ্ধে অভিযোগ করছিল পঞ্চায়েত সদস্যরা। চাঞ্চল্যকর পরিস্থিতিতে আজ সিপিএম ও কংগ্রেস পরিচালিত শ্রীনাথপুর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান এর বিরুদ্ধে পঞ্চায়েতের সিপিআইএম বিজেপি দলের নয় সদস্য জেলা পঞ্চায়েত আধিকারিক এর নিকট অনাস্থা প্রস্তাব জমা দিল। শ্রীনাথপুর পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা হচ্ছে ১৩। তার মধ্যে সিপিআইএম দল পাঁচ, বিজেপি ছয় ও কংগ্রেস দলের দুটি আসন ছিল। সিপিআইএমের পাঁচ জন ও কংগ্রেসের দুই জন মিলে পঞ্চায়েত দখল করেছিল। আজ সিপিআইএম দলের প্রধান ও কংগ্রেস দলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিল সিপিআইএমের চার সদস্য ও বিজেপি দলের পাঁচ সদস্য। পঞ্চায়েত গঠন হওয়ার পর থেকে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে আসছিল এই পঞ্চায়েত এর বিরুদ্ধে। পিডিএফ এর ৮ লক্ষ টাকা গায়েব, এই এলাকায় বন্যা হয়নি তারপরও বন্যাকবলিত দেখিয়ে গবাদিপশু মৃত্যুর ক্ষতিপূরণে বহু টাকা মঞ্জুর করা হয়েছে।
0 Comments