IIW : নিজস্ব প্রতিনিধি, কদমতলা :- কদমতলা থানাধীন সরসপুর এলাকায় পুকুর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। সরসপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কামিনী নাথের পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় মৃতদেহটিকে। জানা গেছে, মৃত ব্যক্তির নাম আদিত্য দেব, বাড়ি সরসপুর গ্রামের ক্ষুদিরাম কলোনিতে। কদমতলা থানার পুলিশ মৃতদেহটি পুকুর থেকে তোলার পর মৃতদেহটি সনাক্ত করেছে তার মেয়ে। অতিরিক্ত মদ্যপান করে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
0 Comments