ব্রাউন সুগার সহ পেচারতল থানার পুলিশের হাতে গ্রেফতার ফায়ার সার্ভিসের কর্মী বিপ্লব।


IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- গোপন খবরের ভিত্তিতে পেচারতল থানার পুলিশ প্রায় দুই লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করল। সঙ্গে বিপ্লব চক্রবর্তী নামে এক ফায়ার সার্ভিসের কর্মী কে আটক করে কৈলাসহর আদালতে প্রেরণ করল আজ। পেচারতল থানার পুলিশের কাছে বহুদিন ধরেই অভিযোগ ছিল যে বিপ্লব চক্রবর্তী আসামের শিলচর থেকে ব্রাউন সুগার এবং আরো অন্যান্য নেশা সামগ্রী এনে আগরতলায় বিক্রি করত। ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার রানাদিত্য দাস জানান, আগরতলার পশ্চিম প্রতাপগড় এর বাসিন্দা বিপ্লব চক্রবর্তী ২০১৬ সালে ফায়ার সার্ভিসে চাকরি পায়। বিপ্লব বর্তমানে পেচারতল ফায়ার স্টেশনে কর্মরত। পেচারতলে ফায়ার সার্ভিসের কোয়ার্টারে থেকেই বিপ্লব নেশা সামগ্রীর অবাধ বাণিজ্য চালিয়ে আসছিল দীর্ঘদিন ধরে। বুধবার রাতে পেচারতল থানার পুলিশ বিপ্লবকে পেচারতল রেল স্টেশনের নিকট থেকে গ্রেপ্তার করে। বিপ্লবের সঙ্গে ১৬ কৌটা ভর্তি ব্রাউন সুগার এবং ৮১ টি খালি কৌটা উদ্ধার করে পুলিশ।

Post a Comment

0 Comments