আমবাসায় বৈঠক করলেন বিরোধী দলনেতা।

IIW : নিজস্ব প্রতিনিধি, পিংকু বিশ্বাস, আমবাসা :- আজ আমবাসা এবং গঙ্গা নগরে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করলেন বিরোধী দলনেতা মানিক সরকার। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক পঙ্কজ চক্রবর্তী, মহকুমা সম্পাদক বিজন পাল, নারী নেত্রী গীতা সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। জানা যায় আসন্ন এডিসি নির্বাচন কে সামনে রেখে এই বৈঠক। আজ আমবাসায় রাত্রী যাপন করবেন মানিকবাবু।

Post a Comment

0 Comments