IIW : নিজস্ব প্রতিনিধি, উদয়পুর :- বুধবার স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক চিকাগো ভাষনের একশো পঁচিশ তম বর্ষপূর্তি উৎযাপন করা হয় উদয়পুর রমেশ স্কুলে। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ স্বামী শান্তি জ্ঞ্যানানন্দ জী মহারাজ। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার,ভাইস চেয়ারম্যান অনুপম চৌধুরী, স্কুলের প্রধান শিক্ষিকা শ্যামা নাথ প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের ছাত্র ছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। এদিন এন এস এস ইউনিট এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবিরও। একজন মহান মানুষের ১২৫ বছর আগে প্রদেয় বক্তব্য নিয়ে আজও আলোচনা হয়। সেই বক্তব্যের গুরুত্ব সকলকে বুঝতে হবে বলে জানান সাংসদ প্রতিমা ভৌমিক।
0 Comments