শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে ধর্মনগর জেলা শাসকের কনফারেন্স হলে বিভিন্ন দপ্তর ও ক্লাব গুলিকে নিয়ে বৈঠক করলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।

IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- শারদ উৎসবকে কেন্দ্র করে বুধবার উত্তর ত্রিপুরার জেলা শাসক কার্যালয়ে ধর্মনগর মহকুমার বিভিন্ন ক্লাব, সার্বজনীন পুজা কমিটির কর্মকর্তাদের সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এক প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। এই প্রশাসনিক সভার সভাপতিত্ব করেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক নগেন্দ্র দেববর্মা, মহকুমা শাসক সুব্রত দাস, মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর সহ অন্যান্যরা। সভার শেষে পুজোর দিনগুলোতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।

Post a Comment

0 Comments