IIW : নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর :- মুঙ্গিয়াকামি থেকে বহিঃরাজ্যে কুকুর পাচার করতে গিয়ে কাঞ্চনপুর পুলিশের হাতে আটক এক যুবক। ধৃত যুবকের নাম জরেন্দ্র রিয়াং, বাড়ি মুঙ্গিয়াকামি থানা এলাকায়। গতকাল রাত প্রায় দশটা নাগাদ কাঞ্চনপুর থানার পুলিশ মোবাইল ডিউটিতে থাকার সময় শান্তিপুর নাকা পয়েন্টের দিকে আসা TR 02 T 02 01 নম্বরের গাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি কুকুর উদ্ধার করে পুলিশ। সঙ্গে সঙ্গে কুকুর সহ গাড়িটিকে কাঞ্চনপুর থানায় নিয়ে আসে এবং ধৃত যুবকের নামে কাঞ্চনপুর থানায় একটি মামলা নেওয়া হয়। কাঞ্চনপুর থানার ওসি পরিতোষ দাস জানান, গাড়িটি মুঙ্গিয়াকামি থেকে কাঞ্চনপুর আসে দামছড়া হয়ে ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে যাওয়ার জন্য।
0 Comments