IIW : নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর :- মিজু কনভেনশন এর উদ্যোগে বিগত 11 সেপ্টেম্বর কাঞ্চনপুর থেকে জম্পুই যাওয়ার রাস্তায় দশ কিলোমিটারের পর অটোনমাস রিজোনাল কাউন্সিল ডিমান্ড এরিয়া নামে একটি সাইনবোর্ড বসানো হয়েছিল। এমনটাই খবর পেয়ে গতকাল সন্ধ্যায় কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ওই অবৈধ সাইন বোড টি তুলে নিয়ে আসে। অপরদিকে জম্পুই হিলের মিজু কনভেনশন এর পক্ষ থেকে আজ বেলা এগারোটা নাগাদ কাঞ্চনপুর মহকুমা শাসকের নিকট চারজনের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে। দীর্ঘ সময় আলোচনার পর মৌখিকভাবে সাইনবোর্ডের ডিমান্ড এরিয়া নামটি সঠিক করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও আজ জম্পুই হিলের ভাংমুন গ্রামীণ ব্যাংকের সামনে মিজু কনভেনশনের পক্ষ থেকে 250 জন লোক গণ অবস্থান করে। এই গণ অবস্থানে আলোচনা করা হয় তাদের রিজোনাল কাউন্সিল নামের সাইনবোর্ড টির নাম যদি সঠিক করবার পর পুনরায় না লাগানো হয় তাহলে তাদের আন্দোলন জারি থাকবে।
0 Comments