বিদ্যালয় চত্বরে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা এক স্কুল পড়ুয়া ছাত্রর।

IIW : নিজস্ব প্রতিনিধি, খোয়াই :- বিদ্যালয় চলাকালিন সময়ে বিদ্যালয় চত্বরে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা এক স্কুল পড়ুয়া ছাত্রর। ঘটনা খোয়াই জেলার তুলাশিখর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বৃহৎ দেববর্মা। পিতা ক্ষেত্র মোহন দেববর্মা। বাড়ি চাম্পাহাওর থানা এলাকার পূর্ব রাজনগর গ্রামে। ঘটনার বিবরণে জানা যায় প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবারও বিদ্যালয়ের পোশাক পরিধান করে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে যায় বৃহৎ দেববর্মা। বিকাল বেলা বৃহৎ দেববর্মার সহপাঠিরা তাকে বিদ্যালয়ে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। তখন বিদ্যালয়ের শৌচালয়ের পাশে বৃহৎ দেববর্মাকে পড়ে থাকতে দেখে তাঁর সহপাঠিরা। হাতের মধ্যে ছিল বিষের বোতল। সাথে সাথে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তুলাশিখর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে স্থানান্তর করে দেওয়া হয় খোয়াই জেলা হাসপাতালে। সেখান থেকে পরে তাকে স্থানান্তর করে দেওয়া হয় জিবি হাসপাতালে। তবে স্কুল পড়ুয়া ছাত্র বৃহৎ দেববর্মা কেন বিদ্যালয় চত্বরে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছে, এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।

Post a Comment

0 Comments