IIW : নিজস্ব প্রতিনিধি, বিশ্বেশ্বর মজুমদার, আগরতলা :- বুধবার সাত সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ থানা এলাকার পৃথক দুইটি জায়গা থেকে বিপুল পরিমাণ দেশি ও বিলেতি মদ সহ মোট তিন জনকে আটক করতে সক্ষম হয়। একই সাথে একটি মারুতি গাড়ি ও একটি বাইক বাজেয়াপ্ত করা হয়। পূর্ব আগরতলা থানার ওসি মানিক দেবনাথ জানান এইদিন সকালে পুলিশের নিকট গোপন সংবাদ আসে বাইপাস থেকে একটি মারুতি গাড়ি দেশি মদ নিয়ে প্রতাপগড় হয়ে শহরের দিকে আসছে। সেই মোতাবেক পূর্ব আগরতলা থানার এসআই মোঙ্গেশ পাটারি প্রতাপগড় ঝুলন্ত ব্রিজের সন্নিকটে TR-01GD-0515 নাম্বারের মারুতি গাড়িটিকে আটক করে। পাশাপাশি আটক করা হয় গাড়ির চালক ও গাড়িতে থাকা অপর এক ব্যক্তিকে। এই গাড়িটি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২০০ লিটার দেশি মদ। অপর দিকে মোটর স্ট্যান্ড থেকে এইদিন TR-01AF-6143 নাম্বারের একটি বাইক আটক করা হয়। এই বাইক থেকে প্রায় ৭০ বোতল বিলেতি মদ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে বাইক চালককে। উদ্দার হওয়া মদের বাজার মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা হবে বলে জানান পূর্ব আগরতলা থানার ওসি। তিনি আরও জানান ধৃতদের আদালতে সোপর্দ করা হবে।
0 Comments