সিভিক অ্যাকশন পোগ্রামের অঙ্গ হিসাবে বি এস এফ ২০ নং ব্যাটেলিয়ানের উদ্যোগে কৈলাসহর টীলা বাজারে অনুষ্ঠিত হয় বিনামূল্যে চক্কু শিবির ও সামগ্রী বিতরণ অনুষ্ঠান।

IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামজিক কাজেও নজীর রেখেছে বি এস এফ। বুধবার সিভিক অ্যাকশন পোগ্রামের অঙ্গ হিসাবে বি এস এফ ২০ নং ব্যাটেলিয়ানের উদ্যোগে কৈলাশহর টীলা বাজারে অনুষ্ঠিত হয় বিনামূল্যে চক্কু শিবির ও সামগ্রী বিতরণ। এদিন বি এস এফ ২০ নং ব্যাটেলিয়ানের বি ও পি তে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৩ জনকে ডাস্টবিন, ২ জনকে জলের ট্যাঙ্ক, ৪৫ জনকে মশারি, ৫ জনকে ফগ মেশিন সহ অন্যান্য সামগ্রী তুলে দেন কামানডেন্ট শঙ্খ প্রসাদ। ৬৭ জনকে চক্কু পরীক্ষা করে বিনামূল্যে চাশমা প্রদান করা হয়। বি এস এফ এর অন্যান্য পদাধিকারীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments