
IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগের সতত্যা মিললো ধর্মনগর কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায় ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যাপক সুপ্রিয় সরকার বিগত তিন থেকে চার বছর যাবৎ কলেজে স্টাইপেন্ডের ফর্ম দেওয়ার জন্য ছাত্র-ছাত্রী দের থেকে বেআইনিভাবে একশ টাকা করে সংগ্রহ করে আসছিলো। এই অধ্যাপকরের কুকির্তি আজ সকলের সন্মুখে প্রকাশ পেলো। অধ্যাপকবাবু অন্যান্য দিনের ন্যায় আজও অবৈধভাবে টাকা সংগ্রহ করছিলো, কিন্তু আজকের টাকা সংগ্রেহের বিষয়টি সকলের সামনে ধরা পরে যায়। পরবর্তী সময় কলেজের ছাত্রছাত্রীরা বিষয়টি সংবাদমাধ্যমের নজরে আনেন। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ঘটনার সত্যতা জানতে চাইলে অধ্যাপকবাবু নিজ মুখে অবৈধভাবে টাকা সংগ্রহের কথাটি সংবাদমাধ্যমের সামনে স্বীকার করেন। এছাড়াও জানা গেছে অধ্যাপকবাবু চতুর্থ সেমিষ্টারের কম্পিউটার এর নোটস দেওয়ার ক্ষেত্রেও ছাত্র ছাত্রীদের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন। এইভাবে অবৈধভাবে টাকা সংগ্রহের ঘটনাকে ঘিরে সমগ্র মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরই প্রতিবাদ সরূপ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর কলেজের শাখার পক্ষ থেকে জানানো হয় মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ ডঃ দীলিপ সরকার মহাশয় যেন এই ব্যাপারে সঠিক পদক্ষেপ নেন, না হলে মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আগামীদিনে বৃহত্তম আন্দোলনে সামিল হবে।
0 Comments