২১ দফা দাবিতে কৈলাসহরে কংগ্রেসের গণঅবস্থান।

IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- কৈলাসহর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত চার ঘন্টার গণঅবস্থান সমাপ্ত হল সন্ধ্যা ছয়টায়। জেলাসদর কৈলাসহর থেকে ধর্মনগর এবং কৈলাসহর থেকে কুমারঘাট অচল যোগাযোগ ব্যবস্থার প্রতিবাদ এবং ২১ দফা দাবিতে চার ঘন্টার গণঅবস্থান সংগঠিত হয় কৈলাসহর জেলা কংগ্রেস কার্যালয় এর সামনে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন পিসিসি সভাপতি বিরজিত সিনহা, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মহম্মদ বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেস সদস্য রুদ্রেন্দঙ ভট্টাচার্য, ঊনকোটি জেলা সম্পাদক রুনু মিয়া সহ স্থানীয় নেতৃত্বরা।

Post a Comment

0 Comments