বিলোনিয়া মহকুমার অন্তর্গত উত্তর কলাবাড়িয়ার দাসপাড়া এলাকায় রাবার চুরি করতে গিয়ে ধরা পড়ল এক মহিলা।

IIW : নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া :- রাবার চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়লো এক মহিলা। ঘটনার শুক্রবার সন্ধ্যায় বিলোনিয়া মহকুমার অন্তর্গত পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর কলাবাড়িয়ার দাসপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় শান্তির বাজারের বাসিন্দা সুজিত সেনের উত্তর কলাবাড়িয়া দাসপাড়া এলাকায় রাবার বাগান রয়েছে। তার পাশে রয়েছে রাবারের গোডাউন। সেই গোডাউনে উত্তর কলাবাড়িয়া এলাকার এক মহিলা তার ছেলেকে নিয়ে রাবার চুরি করতে যায়। রাবার চুরি করে পালিয়ে আসার সময় এলাকাবাসীরা ঐ মহিলাকে আটক করে ফেলে। তবে পালিয়ে যেতে সক্ষম হয় ধৃত মহিলার ছেলে। পরে খবর দেওয়া হয় বিলোনিয়া থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মহিলাকে থানায় নিয়ে যায়। এলাকাবাসীদের অভিযোগ আগেও অনেকবার এই এলাকা থেকে রাবার চুরি হয়েছে। বেশকয়েকবার ধৃত মহিলার ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু নাবালক হওয়াতে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।এখন এলাকাবাসীদের পক্ষ থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে।

Post a Comment

0 Comments