IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- বিদ্যাভারতী শিক্ষা সমিতি ত্রিপুরা বিভাগের উদ্যোগে প্রতিবছরই মে মাসের দ্বিতীয় সপ্তাহে মধ্যে ৫ থেকে ৭ দিনের শিক্ষক প্রশিক্ষণ বর্গ অনুষ্ঠিত হয়ে আসছে। বেশীরভাগ সময়ই এই প্রশিক্ষণ বর্গের আয়োজন করে থাকেন আগরতলা বিদ্যাভারতী শিক্ষা সমিতি কর্মকর্তারা। এই বছর প্রথম ৫ দিন ব্যাপী শিক্ষক-প্রশিক্ষণ বর্গ অনুষ্ঠিত হয় ধর্মনগর,পদ্মপুরের ত্রিপুরেশ্বরী শিশু মন্দিরে।ত্রিপুরার সব মহকুমা থেকে মোট ৭৫ জন আচার্য্য-আচার্য্যারা এই প্রশিক্ষণ বর্গে অংশ নেন।বিদ্যাভারতী শিক্ষা সমিতির ৫দিবসীয় শিক্ষক-প্রশিক্ষণ বর্গের আয়োজনের মূখ্য দায়িত্বে ছিলেন ত্রিপুরেশ্বরী শিশু মন্দিরের প্রধান আচার্য্য সহ অন্যসকল আচার্য্য-আচার্য্যারা।প্রশিক্ষণ বর্গের উদ্বোধনের দিন ১১/০৫/২০১৯ইং তারিখে উদ্বোধন অঙ্গনে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের মাননীয়া চেয়ারপার্সন শ্রীমতী বর্ণালী গোস্বামী মহোদয়া এবং বিদ্যাভারতী শিক্ষা সমিতির ত্রিপুরা রাজ্যকমিটির প্রধান কার্যকর্তারা।পঞ্চম দিবসীয় এই প্রশিক্ষণ বর্গে রাজ্যের নানা স্থান থেকে আগত আচার্য্য-আচার্য্যাদের শিশুর সামগ্রিক বিকাশের লক্ষ্যে নানা বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।প্রত্যেকটা ক্লাসেই এক্টিভিটি বেইসড শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়।প্রশিক্ষণ বর্গের সমাপ্তির দিনে ১৫/০৫/২০১৯ ইং প্রশিক্ষণ প্রাঙ্গনে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন।শ্রী সেন তাঁর বক্তব্যের মধ্য দিয়ে ত্রিপুরেশ্বরী শিশু মন্দিরের সকল আচার্য্য-আচার্য্যাদের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করে প্রশিক্ষণ বর্গের সমাপ্তি ঘোষণা করেন।
0 Comments