IIW : নিজস্ব প্রতিনিধি, পিংকু বিশ্বাস, আমবাসা :-রাজ্যে পালা বদলের পর শাসক দল বিজেপি দলের শরিক আইপিএফটি দলের কর্মীদের দ্বারা নিগৃহীত, হামলা, আক্রান্ত হতে হচ্ছে বিজেপি দলের কর্মী সমর্থকদের, এমনকি বাদ যাচ্ছে না দলের বিধায়কও এই অবস্থায় বার বার হুশিয়ারী দেওয়ার পরও আইপিএফটি র দলের পক্ষ থেকে একের পর এক ঘটনা সংঘটিত করে চলছে। এদিকে জোট শরিক অাই পি এফ টি র বিরুদ্ধে উন্নয়ণমূলক কাজের বিরুদ্ধাচরণ ও হুজ্জতির গুরুতর অভিযোগ আনলেন বিজেপি প্রদেশ সহসভাপতি তথা বিধায়ক রামপদ জমাতিয়া। শুক্রবার আমবাসা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ আনলেন রামপদ বাবু। গঙ্গানগর থানায় ১০ জন আই পি এফ টি সমর্থকের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি ক্ষোভ উগরে দিলেন গঙ্গানগর থানার ওসির বিরুদ্ধেও।
এদিন ব্যাম্বু মিশনের সুবিধা ও প্রকল্পগুলির উপর সচেতনতা মূলক কর্মসূচীতে যোগ দিতে গঙ্গানগর যান রামপদবাবু। উনার বক্তব্য, শ্রী জমাতিয়া কমিউনিটি হলের সামনে নামতেই গৌরাঙ্গ রিয়াং ও সঞ্জয় রিয়াং এর নেতৃত্বে দশ জন আই পি এফ টি কর্মী উনাকে হলে ঢুকতে বাধা দেওয়ার জন্য উগ্রভাবে এগিয়ে আসে। ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ও পুলিশের তৎপরতায় তিনি হলে প্রবেশ করেন। আবার কিছুক্ষণ পরে তারা হলে প্রবেশ করে হুজ্জতি করার চেষ্টা করে। তাদের উগ্রতা থেকে স্পষ্ট পুলিশ না থাকলে তারা যে কোন কিছু করতে পারত। আজ আমবাসা দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলনে বিস্তারিত তোলে ধরেন বিধায়ক রামপদ জমাতিয়া।
এদিন ব্যাম্বু মিশনের সুবিধা ও প্রকল্পগুলির উপর সচেতনতা মূলক কর্মসূচীতে যোগ দিতে গঙ্গানগর যান রামপদবাবু। উনার বক্তব্য, শ্রী জমাতিয়া কমিউনিটি হলের সামনে নামতেই গৌরাঙ্গ রিয়াং ও সঞ্জয় রিয়াং এর নেতৃত্বে দশ জন আই পি এফ টি কর্মী উনাকে হলে ঢুকতে বাধা দেওয়ার জন্য উগ্রভাবে এগিয়ে আসে। ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ও পুলিশের তৎপরতায় তিনি হলে প্রবেশ করেন। আবার কিছুক্ষণ পরে তারা হলে প্রবেশ করে হুজ্জতি করার চেষ্টা করে। তাদের উগ্রতা থেকে স্পষ্ট পুলিশ না থাকলে তারা যে কোন কিছু করতে পারত। আজ আমবাসা দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলনে বিস্তারিত তোলে ধরেন বিধায়ক রামপদ জমাতিয়া।
0 Comments