IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ১০ অক্টোবর বিকাল ৪ ঘটিকায় পশ্চিম দেওয়ানপাশা গ্রামীণ আইন সহায়তা কেন্দ্রের উদ্যোগে ও উওর জেলা পুলিশের সহযোগীতায় পশ্চিম দেওয়ানপাশা গ্রামে এক আইনি সচেতনতা শিবির এর আয়োজন করা হয়। উক্ত সচেতনতা শিবির এ সভাপতিত্ব করেন পশ্চিম দেওয়ানপাশা গ্রামপঞ্চায়েতের প্রধান নিয়তি দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উওর জেলার পুলিস সুপার ভানুপদ চক্রবর্তী, ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক রাজিব সুত্রধর এবং ধর্মনগর থানার ওসি মিলন দত্ত। অনুষ্টানের শুরুতে আইন সেবক গোপীকা কান্ত দত্ত বিনামুল্যে আইনি পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন। এই সচেতনতা শিবিরে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বিশাল জনসমাগম ছিল লক্ষণীয়।
0 Comments