চোলাই মদের কারখানা গুঁড়িয়ে দিল বাগবাসা ফাঁড়ির পুলিশ।


IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- গোপন খবরের ভিত্তিতে আজ সকাল চার ঘটিকায় ধর্মনগরের এসডিপিও রাজিব সূত্রধর এবং বাগবাসা থানার ওসি সাহেবের যৌথ উদ্যোগে বাগবাসা থানার অন্তর্গত দক্ষিণ গঙ্গানগর চোলাই মদের কারখানায় অভিযান চালায় পুলিশ। অভিযানে মোট তিনটি বাড়িতে পুলিশ হানা দিয়ে চোলাই মদ তৈরি প্রচুর পরিমাণ সামগ্রী উদ্ধার করে, এবং সমস্ত কারখানা গুঁড়িয়ে দেয়। যদিও এখন পর্যন্ত কাউকে এই বিষয়ে আটক করতে পারেনি পুলিশ। অভিযানের ফলে এলাকার মানুষ সন্তুষ্টি প্রকাশ করেন।

Post a Comment

0 Comments