IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :-গতকাল রাত প্রায় দুটো নাগাদ কৈলাসহর থানার অন্তর্গত কামরাঙ্গাবাড়ি স্টিল ব্রিজের কাছে একটি মারুতি ইকো গাড়িসহ ছাপ্পান্ন প্যাকেট গাজা উদ্ধার করেন পুলিশ ইন্সপেক্টর পার্থ মুন্ডা। পুলিশ সূত্রে জানা যায় যে, পশ্চিম ত্রিপুরার সিধাই মোহনপুর থেকে রাত্র দশটায় ছাপ্পান্ন প্যাকেট গাজা নিয়ে টিআর- জিরোটু- জে- ০৭৫৮ নাম্বারের মারুতি ইকো গাড়ি কৈলাশহর এর উদ্দেশ্যে রওয়ানা দেয়। গাড়িটি যথারীতি রাত দুটো নাগাদ কৈলাসহরে কামরাঙ্গাবাড়ি স্টিল ব্রিজের কাছে আসে। সে সময় স্টিল ব্রিজের কাছে রাত্রিকালীন মোবাইল ডিউটিতে ছিলেন পুলিশ অফিসার পার্থ মুন্ডা। পুলিশ দেখেই গাড়িটি অন্য রাস্তায় মোড় নিতেই পুলিশ গাড়িটিকে আটক করে ফেলে। ছাপ্পান্ন প্যাকেট গাজা একটি ইকো গাড়ি সহ তিন জনকে পুলিশ আটক করে। তিনজনের মধ্যে দুজনের বাড়ি কৈলাসহর এর কামরাঙ্গাবাড়ি এলাকায় এবং ওরা দুজন আপন ভাই, ও অপরটি হলো বিহার রাজ্যের। ঊনকোটি জেলার পুলিশ সুপার জানান ছাপ্পান্ন প্যাকেট গাঁজা অর্থাৎ মোট ৫১৮ কেজি যার বাজার মূল্য ৫০ লক্ষ টাকা। উল্লেখ্য পুলিশ ইন্সপেক্টর পার্থ মুন্ডা কৈলাসহর থানায় কর্মী নন, উনি কৈলাসহর কোর্টের দারোগা হিসেবে বর্তমানে কর্মরত আছেন। গতকাল উনার নাইট মোবাইল ডিউটি ছিল এবং এজন্যই হয়তো এই সাফল্য আসে। তবে কৈলাসহর থানার ইতিহাসে এই প্রথম এত বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হল। গাঁজা গুলি বিহার রাজ্যে নেওয়ার উদ্দেশ্যে এখানে আনা হয়েছিল বলে জানা গেছে।
0 Comments