IIW : আসামের অনুরূপ ত্রিপুরাতেও এনআরসি চালুর দাবিতে সুপ্রিম কোর্টে আপীল করেছিল বেশ কিছু আঞ্চলিক দল। তাছাড়া ত্রিপুরা কংগ্রেসের সভাপতি প্রদ্যোত কিশোর, আইএনপিটি সভাপতি বিজয় রাঙ্খল, প্রাক্তন জঙ্গীনেতা রঞ্জিত দেববর্মা ও এক যোগে এনআরসি চালুর দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলন। তারা অবৈধভাবে যেসব বাংলাদেশি নাগরিক ত্রিপুরাতে বাস করছেন তাদের চিহ্নিত করার দাবিও জানিয়েছিলন সুপ্রিম কোর্টে। ত্রিপুরা পিপলস ফ্রন্ট নামে একটি সংগঠন একই দাবিতে মামলা করেছিল গত বছর সুপ্রিম কোর্টে। এসব মামলার কারণে সুপ্রিম কোর্ট দেশের সরকারের মতামত জানতে চায়। সর্ব ভারতীয় একটি চ্যানেলের খবর অনুযায়ী কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে যে হলপনামা দাখিল করেছে তাতে বলেছে সারা দেশে এনআরসি চালুর কোন প্রয়োজন নেই। কেন্দ্রীয় সরকার স্পষ্টই জানিয়েছে তাদের হলফনামায় যে ত্রিপুরায় এনআরসি চালুর কোন যুক্তি নেই। কেন্দ্রীয় সরকারের এই বক্তব্যের পর এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এ রাজ্যে এনআরসি চালুর পথে হাঁটতে চায় না কেন্দ্রীয় সরকার।
0 Comments