রুপালী অধিকারীর নেতৃত্বে নেশা বিরুধী অভিযান ধর্মনগরে।


IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- মদ্যপান করে মহিলার সাথে অশালীন ব্যবহারের দায়ে স্বপন নাথের দোকানে মহিলা মোর্চার হানা। এই হানায় উদ্ধার হল একশো চার বোতল বিলাতি মদ। ধর্মনগর পূর্ব বাজারে এই দোকানে মদ বিক্রি হয়। এই দোকান থেকে মদ খেয়ে পাশের দোকানের মহিলার সাথে অভদ্র আচরণে খবর যায় মহিলা মোর্চার কাছে। তারপর মন্ডল মহিলা মোর্চা সভানেত্রী রুপালী অধিকারীর নেতৃত্বে মহিলারা দোকানে হানা দিয়ে একশ চার বোতল বিলাতী মদ উদ্ধার করে।

Post a Comment

0 Comments