পুত্রের লাঠির আঘাতে ঘটনাস্থলেই মৃত পিতা।


IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- কৈলাসহরের গোলকপুর এডিসি ভিলেজের তিন নম্বর ওয়ার্ডের  মুন্ডা বস্তি এলাকার বাসিন্দা বকুল মুন্ডা পেশায় কৃষক(বয়স পঁয়তাল্লিশ) তার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। বছর তিনেক পূর্বে মেয়েকে বিয়ে দিয়ে দেয় বকুল মুন্ডা। ছেলের নাম সঞ্জয় বয়স বাইশ বছর। সম্প্রতি বকুল তার নিজের কিছু টিলা ভূমি বিক্রি করে এলাকার অন্য এক লোকের কাছে। এই ভূমি বিক্রির পর থেকে বকুল এবং তার ছেলে সঞ্জয়ের প্রায়ই ঝগড়া হতো। সঞ্জয়ের ইচ্ছে ছিল না বাবা এই টিলাভূমি বিক্রি করুক। গতকাল গভীর রাতে বাবা এবং ছেলের মধ্যে হঠাৎ এই বিষয় নিয়ে ঝগড়া শুরু হলে সঞ্জয় ভারী একটি গাছের মোটা ডাল দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করলে বাবা বকুল মুন্ডা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে মারা যায়। বাবাকে মেরে সঞ্জয় রাতেই গ্রামের সবাইকে বলেছে যে,  সে নিজেই তার বাবাকে  মেরে ফেলেছে। গ্রামবাসীরা এ কথা শুনে সঞ্জয়ের বাড়িতে এসে ঘরের ভেতরে ঢুকে দেখে মাটিতে পড়ে রয়েছে বকুলের মৃতদেহটি। গ্রামবাসীরা কৈলাসহর থানায় এই ঘটনা জানায় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে বকুলের মৃতদেহটি নিয়ে জেলা হাসপাতালে আসে, এবং একই সঙ্গে সঞ্জয় মুন্ডাকেও পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বাবা বকুল মুন্ডাকে হত্যা করে পুলিশের কাছে গ্রেফতার হবার পর পুলিশের কাছে নিজেই স্বীকার করেছে সঞ্জয়, যে তার বাবাকে সে হত্যা করেছে এবং সংবাদ প্রতিনিধিদের সামনেও স্বীকার করেছে তার বাবার হত্যার কথা। কৈলাসহরে ছেলের হাতে বাবার মৃত্যুর সংবাদে গোটা কৈলাসহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Post a Comment

0 Comments