IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- গেরুয়া আবিরে মেতেছে পুরো দেশ। আবারও দেশ, শাসনের ভার তুলে দিচ্ছে নরেন্দ্র মোদির হাতে। আনুষ্ঠানিকভাবে প্রকাশ সময়ের অপেক্ষা মাত্র। গোটা দেশের সুরে সুর মিলিয়েছে পূর্বোত্তরের ছোট্ট রাজ্য ত্রিপুরাও। এখন পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, রাজ্যের দুটি লোকসভা আসনের মধ্যে দুটোতেই ভারতীয় জনতা পার্টি বেশ বড় ব্যবধানে এগিয়ে আছে। সূত্রের খবর অনুযায়ী পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে রেবতী মোহন ত্রিপুরা বিশাল ব্যবধানে এগিয়ে আছেন। শুধু ধর্মনগর বিধানসভা থেকে রেবতী মোহন ত্রিপুরা প্রায় পনেরো হাজার ভোটে এগিয়ে আছেন বলে খবর। যদিও ধর্মনগর বিধানসভা থেকে বড় ব্যবধানে রেবতী মোহন ত্রিপুরা এগিয়ে থাকবেন এই ইঙ্গিত ধর্মনগরের বিধায়ক তথা উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহাশয় অনেক আগেই দিয়েছিলেন। কার্যত উনার কথা বাস্তবে রূপ নিচ্ছে।
0 Comments