গেরুয়া আবীরে মাতলো শহর।


IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের গণদেবতারা তাদের অমূল্য রায় দিয়ে আবারো প্রতিষ্ঠা করেছেন নরেন্দ্র মোদির সরকারকে। সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির জয়জয়কার। উৎসবের মেজাজে বিজয়ীদের সংবর্ধনা আর বিজয় মিছিল অব্যাহত আছে পুরো দেশ। উৎসবে পিছিয়ে নেই আমাদের ছোট্ট ত্রিপুরা রাজ্যের এ শহর ধর্মনগর ও। গত চব্বিশ তারিখ থেকেই চলছে বিজয় উল্লাস ও বিজয় মিছিল। আজ ছিল ছাপ্পান্ন নং বিধানসভার বিজয় মিছিল। মিছিলের পুরোভাগে ছিলেন ধর্মনগর ছাপ্পান্ন নম্বর বিধানসভার প্রিয় নেতা তথা রাজ্য সরকারের উপাধ্যক্ষ শ্রীযুক্ত বিশ্ববন্ধু সেন মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন মহিলা মোর্চা, যুব মোর্চা তথা ভারতীয় জনতা পার্টির অন্যান্য শাখার সংগঠনের নেতৃত্বরা।

Post a Comment

0 Comments