এ ডিভিশন চ্যাম্পিয়ন ওয়াই এম এ সি



ব্যাপক উৎসাহের মধ্যদিয়ে বহুবছর পর সম্পন্ন হলো ধর্মনগর ফুটবল এসোসিয়েশন আয়োজিত "এ ডিভিশন কাপ ফুটবল টোর্নামেন্ট"। নতুন সরকারের সম্পূর্ণ নতুন করে গঠন করা ধর্মনগর ফুটবল এসোসিয়েশন খুব দক্ষতার সাথেই নির্বিঘ্নে গোটা টোর্নামেন্টকে সফল রুপ দিলো। ৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল এই খেলা। অংশ নিয়েছিল ধর্মনগরের মহকুমার ১২ টি দল।প্রথম দিন থেকেই ধর্মনগরের ফুটবল প্রেমি দর্শকদের ভীরে মাঠ ভরে উঠেছিল।অবশেষে ২৩  সেপ্টেম্বর ছিল এই টোর্নামেন্টের ফাইনাল খেলা। ফাইনালে মুখোমুখি হয়েছিল ধর্মনগরের দুইটি ঐতিহ্যবাহী ক্লাব ওয়াই এম এ সি বনাম আমরা সবাই ক্লাব।বি বি আই ময়দানের চারিদিকে কানায় কানায় দর্শকদের ভীড়ে তৈরি হয়েছিল উত্তেজনা পুর্ণ মুহুর্ত।রেফারির হুইসেলের সাথে সাথে খেলা শুরু হতেই ওয়াই এম এ সি-র খেলোয়াড়রা বল দখল করে নেয়। শুরুতে অধিকাংশ সময় ওয়াই এম এ সি ,বল দখল করে আমরা সবাই ক্লাবের গোলবারে একটি গোল ঢোকাতে সক্ষম হয়।তারপরই দু পক্ষের মধ্যে শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। এরি মধ্যে ফাইনাল খেলার রেফারি সুমন্ত পালের ভুল সিদ্ধান্তে ওয়াই এম এ সি  ক্লাবের এক খেলোয়াড় কে লাল কার্ড দেখতে হয়। সঙ্গে সঙ্গে ওয়াই এম এ সি ক্লাবের উত্তেজিত জনগন মাঠেনেমে পরেন। মাঠের ভেতরে ও বাইরে শুরু হয় তর্কবিতর্ক। কিছু সময়ের জন্য বন্ধ হয়েযায় খেলা। পরবর্তীতে রেফারি সহ পরিচালন কমিটির যৌথ আলোচনায় রেফারির সিদ্ধান্ত বাতিল করে পুনরায় খেলা শুরু হয়।খেলার প্রথমার্ধে ১-০ গলে ওয়াই এম এ সি এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই দু দলের খেলোয়াড়রাই হাড্ডাহাড্ডি লড়াই শুরু করেন।কিন্তু সবশেষে ৩-০ গলে এ ডিভিশন কাপ ফুটবল টোর্নামেন্টে ওয়াই এম এ সি জয় লাভ করে।তারপর উপস্থিত সকল ফুটবল প্রেমি দর্শকদের সাক্ষী রেখেই মাঠে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন।গোটা টোর্নামেন্টে অংশ গ্রহণ কারি ১২ টি দলের মধ্যে  শৃঙ্খলা পরায়ন দল হিসেবে রাংলং এফ সি বাগবাসাকে পুরস্কৃত করা হয়।প্লেয়ার অফ দ্যা টোর্নামেন্ট ও টোর্নামেন্টের সর্বাধিক গোল দাতা হিসেবে ঋষি মাইথিকে পুরস্কার দেওয়া হয়।সেরা গোল রক্ষক হিসেবে এথ্যালেটিক ক্লাবের মহম্মদোল্লা হোসেন ও ফাইনাল খেলার সেরা খেলোয়াড় হিসেবে ওয়াই এম এ সি ক্লাবের অরুণ পুরজাকে পুরস্কার দেওয়া হয় । সব শেষে ধর্মনগর এ ডিভিশন কাপের রানারআপ আমরা সবাই ক্লাব ও চাম্পিয়ান ওয়াই এম এ সির হাতে উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন পুরস্কার তোলেদেন।

Post a Comment

0 Comments