ধর্মনগরে পালিত হচ্ছে সেচ্ছা রক্তদান দিবস


১লা অক্টোবর জাতীয় সেচ্চা রক্তদান দিবস। প্রতি বছর ধর্মনগরে এই দিনটিকে বেশ ঘটা করেই পালন করা হয়। এবারো ধর্মনগরের জাতীয় সেচ্ছা রক্তদান দান দিবস উৎযাপন কমিটির উদ্যোগে এবং ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশন ও ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের সহযোগিতায় এই দিনটি পালন করা হলো। এই  দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করতেই রয়েছে বিভিন্ন অনুষ্ঠান। 


মূলত সকাল ১০ টায় ধর্মনগরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে শহরের রাজপথে সকলের প্রতি সেচ্ছায় রক্তদানের আহ্বান জানিয়ে একটি মিছিল সংগঠিত হয়। এই মিছিল ছাত্রছাত্রীদের সাথে পায়ে পা মেলান রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন । এছাড়াও ছিলেন ধর্মনগর পুরপরিষদের চেয়ারম্যান শক্তি ভট্টাচার্য ছিলেন ভি বি ডি এ-র সভাপতি জহর চক্রবর্তী রসিক রঞ্জন গোস্বামী সহ অনান্যরা। বেলা ১১ টায় রয়েছে ধর্মনগরের বিবেকানন্দ  ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বসেআঁকো প্রতিযোগিতা।

Post a Comment

0 Comments