ধর্মনগরে অস্ত্র সহ গ্রেপ্তার এক মাফিয়া


ধর্মনগর, ৩ অক্টোবর: গুপন সংবাদের ভিক্তিতে মহকুমা পুলিশ আধিকারিক এবং ধর্মনগর থানার ওসি'র নেত্তৃত্বে ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর হোটেল গেস্ট হাউস থেকে ১ অস্ত্র কারাবারী কে আটক করেছে। ঘটনা রাত আনুমানিক ২টা নাগাদ,অস্ত্র কারবারীর কাছ থেকে ৩টি পিস্তল এবং ২৫রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে।উপ-নির্বাচনের ভোট গনোনার প্রাক মুহর্তে অস্ত্র উদ্ধারের ঘটনা চাঞ্চল্য বিরাজ করছে গোটা উত্তরজেলায়।





রিপোর্ট: সাংবাদিক বিকাশ ভট্টাচার্য্য সাথে অয়ন নাগ

#BreakingNews

Post a Comment

1 Comments