ত্রিপুরা রাজ্যে প্রকাশ হলো পঞ্চায়েত উপভোট এর ফলাফল



পঞ্চায়েত উপভোটে উওর জেলায় শাসক বিজেপির জয়জয়কারের মাঝে কংগ্রেস, সিপিএম ও জোট শরিক আইপিএফটির ঝুলিতে  ও গেলো আসন।

কদমতলা ব্লকের ১০ টি পঞ্চায়েত আসনের মধ্যে ৯ টিতে জয়লাভ করে বিজেপি ১ টিতে জয় পায় আইপিএফটি। অন্যদিকে পঞ্চায়েত সমিতির গুরুত্বপূন্য আসনটি ছিনিয়ে নেয় সিপিএম। এই আসনে সিপিএম প্রাথী জহরুল হক তার নিকটতম বিজেপি প্রাথীকে ৩২৫ ভোটে পরাজিত করেন।

কালাছডা আর ডি ব্লকের ৮ টি গ্রামপঞ্চায়েতের আসনের মধ্যে ৭ টিই বিজেপির দখলে জায় একমাত্র লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতের আসনটি দখল করে সিপিএম। অপরদিকে পঞ্চায়েত সমিতির আসনটি বিজেপি দখল করে।

যুবরাজনগর আরডি ব্লকের ১৫ টি পঞ্চায়েত আসনের মধ্যে ১৩ টি তে বিজেপি জয়লাভ করলেও টংগীবাডির শূন্য আসনে সিপিএম জয় লাভ করে এবং ডুপির বন্দ গ্রামপঞ্চায়েতের শূন্য আসনে কংগ্রেস জয়লাভ করে।

ভোট গণণা কে ঘিরে ব্যপক নিরাপত্তা বাহিনি মোতায়ন ছিলো। এই তিন ব্লকে কোন গন্ডগোলের খবর পাওয়া জায়নি।
বিজেপির তরফে প্রতিক্রিয়া আসে প্রদেশ সাধারণ সম্পাদকের। যাদব লাল নাথ অভিযোগ করেন যে দুটি আসনে বিজেপির পরাজয় হয়েছে সেগুলিতে সিপিএম কংগ্রেসে এক হয়ে ভোট লড়েছে।


Post a Comment

0 Comments