আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার উত্তর ত্রিপুরার দামচড়া অঞ্চলে



ধর্মনগরের পর এবার দামছডায় বন্দুক সহ যুবক আটক- চাঞ্চল্য।ঘটনার বিবরণে জানা জায় মিজোরাম থেকে কবির উদ্দিন নামের এক যুবক বন্দুক নিয়ে আসার সময় পুলিশের জালে ধরা পড়ে। বেলা দুই ঘটিকা নাগাদ দামছডা থানার পুলিশ গোপন সুত্রের খবর পায় যে মিজোরাম থেকে অস্ত্র আসবে। তাই তারা উৎ পেতে বসে থাকে। দামছডা -মিজোরামের সিমান্তবত্তী স্থান দশরথ সেতুর উপর দিয়ে ব্যগ নিয়ে কবির উদ্দিন নামের যুবক টি আসছে দেখে পুলিশের সন্দেহ হলে পুলিশ তৎক্ষণাৎ থাকে ধরতে সে লংগাই নদীতে ব্যগ ফেলে নিজেও ঝাঁপ দেয়। কিন্তু ঝাঁপ দিয়ে পালাবার চেস্টা করলেও লাভ হয়নি পুলিশ তাকে ধরে ফেলে। তার কাছ ১ দেশী বন্দুক ১ টি চাইনিজ বন্দুক ও ৯ রাউন্ড গুলি উধার হয়েছে। চলছে টানা জিজ্ঞাসা বাদ। জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বতমানে দামছডায় অবস্থান করছেন ৪৮ ঘন্টার ব্যবধানে উওরজেলায় অস্ত্র উদ্দারের এই নিয়ে দুটি ঘটনা। রাজ্যে কেনো অস্ত্র আসছে তা নিয়ে আমজনতার মনে নানা প্রশ্ন।




Post a Comment

0 Comments