indiainfowaynews প্রতিনিধি:- বিকাশ ভট্টাচার্য্য,ধর্মনগর,৫ অক্টোবর, জেলে ভালো আচার ব্যবহারের জন্য গোটা রাজ্যের ৯ জন কয়েদীকে মুক্তি দেওয়া হলো। তা অনন্য এক নজীর। জেলে তাদের আচরণই বাধ্য করেছে তাদের মুক্তি দেওয়ার। তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরে সুন্দর ভাবে জীবন কাটাতে পারে সেই লক্ষ্য নিয়ে গান্ধী জয়ন্তীর দিনে ৯ জন কয়েদী কে মুক্ত করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তার মধ্যে ধর্মনগর জেলের ৩ জন কয়েদী রয়েছে। বদরুল হক -পিতা সরাফত আলী বাড়ি চুরাইবাড়ি থানা এলাকার খাদিমপাড়া গ্রামে । ১০বৎসরের কারাদণ্ডের মাঝে সে ৬ বৎসর ৭ মাস ১১দিন ভালো ভাবে কাটিয়েছে। তেমনি সন্তোষ দাস - পিতা অনিল চন্দ্র দাস দক্ষিন পানিসাগরের বাসিন্দা ৫ বৎসরের সশ্রম কারাদণ্ডের মধ্যে ৩ বৎসর ৯মাস ১৪ দিন ভালো ভাবে কাটিয়েছে। রামু মুন্ডা -পিতা সামকা মুন্ডা পানিসাগর থানা এলাকার বাসিন্দা ৪ বৎসরের কারাদণ্ডের মাঝে ২ বৎসর ৮ মাস ১৭ দিন ভালো ভাবে কাটানোয় তাদের মুক্তি দেওয়া হল। আজই তারা সর্ত হীন মুক্তি পায়। ধর্মনগর সংশোধনাগারের জেলার জানান - এই প্রথম রাজ্যের ৯ জন কয়েদী জেলে ভালো আচার ব্যবহার এর জন্য রাজ্য সরকারের সিদ্ধান্তে মুক্তি দেওয়া হয়, তার মধ্যে ধর্মনগরের তিন জন। জেলের মধ্যে তাদের আচার আচরণ যথেস্ট ভালো ছিলো। তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরে সুখ সাচ্ছন্দে জীবন কাটাতে পারে সেই কামনা করেন তিনি। অপর দিকে কয়েদীরা মুক্তি পাওয়ার আনন্দে জেলের কয়েদী সহ জেলার ও উপস্থিত সাংবাদিক দের মিস্টি মুখ করায়। মুক্তি প্রাপ্র কয়েদীদের চেহারায় হাসি ফুটেছে। তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে।
0 Comments